NID Card

Smart NID Status Check | Smart Card Status | স্মার্ট কার্ড স্ট্যাটাস চেক

আপনি কি Smart NID Status Check করতে চান কিংবা Smart Card Status (স্মার্ট কার্ড স্ট্যাটাস) সম্পর্কে জানতে চান? তাহলে আপনি একদম সঠিক জায়গায় চলে এসেছেন। খুব সহজেই Smart NID Status Check সহ এই সম্পর্কিত বিস্তারিত সকল তথ্য জেনে নিতে পারবেন।

স্মার্ট কার্ড (Smart Card) পাওয়ার জন্য বেশ কিছুদিন সময় লেগে থাকে এবং নির্দিষ্ট প্রক্রিয়ায় মাধ্যমে Smart NID Card পেতে হয়। স্মার্ট আইডি কার্ড পাওয়ার জন্য অবশ্যই আইডি কার্ড থাকতে হবে। আইডি কার্ড বিভিন্ন নামের পরিচিত। যেমনঃ ভোটার/ আইডি কার্ড, ন্যাশনাল আইডি কার্ড, এনআইডি কার্ড, জাতীয় পরিচয় পত্র।

Smart NID Card Check করার জন্য বা Smart Card Status জানার জন্য অবশ্যই আপনার কাছে সাধারণ ভোটার আইডি কার্ড থাকতে হবে। সেই সাধারণ ভোটার আইডি কার্ডে আইডি নাম্বার অর্থাৎ এনআইডি (NID) নাম্বার থাকবে। এই এনআইডি নাম্বারে সাহায্যে নির্দিষ্ট সার্ভার থেকে স্মার্ট কার্ডের স্ট্যাটাস সম্পর্কে জেনে নেওয়া যাবে।

অনলাইন থেকে এবং এসএমএসের মাধ্যমে Smart NID Status Check বা Smart Card Status সম্পর্কে জানা যাবে। আর্টিকেলটিতে থেকে দুইটি বিষয় সম্পর্কে আমরা জানব। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে সম্পর্কে বিস্তারিত সকল তথ্য জেনে নেওয়া যাক।

Smart NID Status Check | Smart Card Status

Smart NID Status Check করার জন্য কিংবা Smart Card Status সম্পর্কে জানার জন্য প্রথমে https://services.nidw.gov.bd/nid-pub/card-status/ ওয়েবসাইটিতে ভিজিট করুন। ওয়েবসাইটটিতে ভিজিট করার পর প্রথমে জাতীয় পরিচয় পত্র নাম্বার বা ফরম নাম্বার দিন। এরপর জন্ম তারিখ দিয়ে ক্যাপচার পূরণ করে সাবমিট বাটনে ক্লিক করুন। আপনার দেওয়া তথ্যসমূহ সঠিক হলে সাবমিট করার পর স্মার্ট কার্ড স্ট্যাটাস (Smart Card Status) সম্পর্কে জেনে নিতে পারবেন। এভাবে আপনি সহজেই Smart NID Status Check করে ফেলতে পারবেন।

Smart NID Status Check করার প্রয়োজনীয় জিনিসপত্র

আপনি যদি স্মার্ট এনআইডি স্ট্যাটাস চেক করতে চান তাহলে আপনার প্রয়োজনীয় কিছু জিনিপত্র কিংবা তথ্যর প্রয়োজন হবে। এ তথ্যগুলো যদি আপনার কাছে থাকে তাহলে সহজেই ঘরে বসে আপনার Smart Card Status জেনে নিতে পারবেন। এ তথ্যগুলো হলো –

  1. জাতীয় পরিচয় পত্র নাম্বার (NID Number) বা ফর্ম নাম্বার (Form Number)
  2. জন্ম তারিখ (Date of Birth)
  3. ইন্টারনেট সম্পর্কে সাধারণ জ্ঞান

এ তথ্যগুলো যদি আপনার জানা থাকে তাহলে আপনি আপনার স্মার্ট কার্ড চেক করার জন্য প্রস্তুত। আগেই বলেছি অনলাইন ও এসএমএস পাঠিয়ে আপনি স্মার্ট কার্ড স্ট্যাটাস চেক করতে পারবেন। এবার চলুন ধাপে ধাপে ছবি সহ দেখে নেওয়া যাক।

অনলাইনের মাধ্যমে Smart NID Status Check

আপনার হাতে থাকা স্মার্টফোন কিংবা কম্পিউটার/ ল্যাপটপের মাধ্যমে ইন্টারনট সংযোগের মাধ্যমে অনলাইন থেকে Smart NID Status Check বা Smart Card Status জেনে নিতে পারবেন। এ বিষয়ে সংক্ষিপ্ত পদ্ধতি ইতিমধ্যে আলোচনা করা হয়েছে। চলুন এবার ধাপে ধাপে বিস্তারিত ভাবে জেনে নেই। একে একে ধাপগুলো দেওয়া হলো। আপনি পর্যায়ক্রমে তা অনুসরণ করুন।

ধাপ ১ঃ Smart Card Status Check করার ওয়েবসাইটে ভিজিট করুন

Smart Card Status Check করার ওয়েবসাইটে ভিজিট করুন

প্রথমেই আমাদেরকে স্মার্ট কার্ড স্ট্যাটাস চেক করার ওয়েবসাইটে ভিজিট করতে হবে। ওয়েবসাইটিতে ভিজিট না করলে আপনি স্মার্ট কার্ড চেক করতে পারবেন না। এই ওয়েবসাইটেই এনআইডি কার্ড/ ভোটার আইডি কার্ড/ জাতীয় পরিচয় পত্রের সকল তথ্য রয়েছে। ওয়েবসাইটির লিংক – https://services.nidw.gov.bd/nid-pub/card-status/

ধাপ ২ঃ এনআইডি নাম্বার বা ফর্ম নাম্বার দিন

এনআইডি নাম্বার বা ফর্ম নাম্বার দিন

ওয়েবসাইটিতে ভিজিট করার পর আপনি একটি ফর্ম দেখতে পারবেন। ফরমের প্রথম ইনপুট বক্সে আপনার কাছ থেকে এন আইডি কার্ড নাম্বার/ জাতীয় পরিচয় পত্র নাম্বার বা ফর্ম নাম্বার চাইবে। আপনার NID Card Number বা From Number টি ইনপুট করিয়ে দিন।

ধাপ ৩ঃ জন্ম তারিখ দিন

জন্ম তারিখ দিন

জাতীয় পরিচয়পত্র নাম্বর / ফর্ম নাম্বর দেওয়ার পর আপনাকে জন্ম তারিখ দিতে হবে। আপনি আপনার জন্ম তারিখটি একে একে বসিয়ে দিন। প্রথমে দিন, তারপর মাস এরপর বছর দিন। আপনার আইডি কার্ডের তথ্য অনুযায়ী দিবেন।

ধাপ ৪ঃ ক্যাপচার পূরণ করুন

ক্যাপচার পূরণ করুন

জন্ম তারিখ দেওয়ার পর আমাদেরকে ক্যাপচার পূরণ করতে হবে। এজন্য আপনি “ছবিতে প্রদর্শিত কোডটি প্রবেশ করান” নামের একটি ইনপুট বক্স দেখতে পারবেন। তার উপরে একটি ছবি দেখতে পারবেন। এটিই মূলত ক্যাপচার। এখানে যা লেখা থাকবে আপনাকে ইনপুট বক্সে তাই লিখে দিতে হবে। এবার এই ইনপুট বক্সটিকে পূরণ করে নিন।

ধাপ ৫ঃ সাবমিট বাটনে ক্লিক করুন

সাবমিট বাটনে ক্লিক করুন

এবার তথ্যগুলো একবার পুনরায় যাচাই করে নিন। তথ্যগুলো সঠিক থাকলে সাবমিট বাটনে ক্লিক করুন।

ফলাফলঃ স্মার্ট কার্ড স্ট্যাটাস দেখুন

সাবমিট বাটনে ক্লিক করার কিছুক্ষণের মধ্যে আপনি আপনার স্মার্ট কার্ড স্ট্যাটাস দেখতে পারবেন। যদি কোন তথ্য ভুল থাকে তাহলে স্ট্যাটাস দেখতে পারবেন না।

SMS এর মাধ্যমে Smart Card Status চেক

অনলাইন ছাড়াও আপনি সহজেই এসএমএসের মাধ্যমেও স্মার্ট কার্ড চেক করতে পারবেন। এজন্য আপনাকে নির্দিষ্ট একটি নাম্বারে মেসেজ পাঠাতে হবে। ফর্ম নাম্বার ও আইডি কার্ড নাম্বার দুটি দিয়েই আপনি স্মার্ট কার্ড স্ট্যাটাস চেক করতে পারবেন।

এজন্য আপনাকে প্রথমে ফোনের মেসেজ অপশনে যেতে হবে তারপর নির্দিষ্ট একটি মেজেস লিখে ১০৫ নাম্বারে পাঠিয়ে দিতে হবে।

আইডি কার্ডের নাম্বারের মাধ্যমেঃ জাতীয় পরিচয় পত্র/ এনআইডি কার্ড/ ভোটার আইডি কার্ড নাম্বার দিয়ে এসএমএসের মাধ্যমে স্মার্ট কার্ড স্ট্যাটাস চেক করার জন্য প্রথমে আপনাকে ফোনের এসএমএস অপশনে যেতে হবে। এরপর SC NID Nid Number ফরমেটে এসএমএস লিখে ১০৫ নাম্বারে পাঠিয়ে দিতে হবে। উদাহরণঃ SC NID 0123456789

ফর্ম নাম্বারের মাধ্যমেঃ এক্ষেত্রে আপনাকে ভিন্ন ফরমেটে মেসজে লিখতে হবে। এই ফরমেটটি হলো SC F ফর্ম নাম্বার D দিন-মাস-সাল। অর্থাৎ এখানে আপনাকে ফর্ম নাম্বার দিতে হবে সাথে জন্ম তারিখ দিন-মাস-সাল ও দিতে হবে। তারপর মেসেজটি ১০৫ নাম্বারে পাঠিয়ে দিতে হবে। উদাহরণঃ SC F 123456789 D 01-12-2004

মেসেজ পাঠানোর পর ফিরতি এসএমএসে আপনাকে স্মার্ট কার্ড স্ট্যাটাস সম্পর্কে জানিয়ে দেওয়া হবে। এই এসএমএস পাঠানোর ক্ষেত্রে চার্জ প্রযোজ্য হবে। এভাবে খুব সহজেই এসএমএসের মাধ্যমেও স্মার্ট কার্ডের স্ট্যাটাস সম্পর্কে জেনে নিতে পারবেন।

স্মার্ট কার্ড সম্পর্কিত আরো তথ্য

অনলাইন কপিNID Online Copy
ডাউনলোডNID Card Download
সংশোধনNID Correction
চেকNID Card Check
যাচাইVoter Tottho Check

প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্নাবলী

আর্টিকেলটি সম্পর্কিত কিছু সাচারচর জিজ্ঞাসির প্রশ্ন ও প্রশ্নের উত্তর চলুন জেনে নেই। আপনার যদি আরো কোন জিজ্ঞাসা থাকে তাহলে কমেন্টের মাধ্যেম জিজ্ঞাসা করতে পারেন।

স্মার্ট কার্ড পেতে কত দিন সময় লাগে?

স্মার্ট কার্ড পাওয়া একটি সময় সাপেক্ষ ব্যাপার। সাধারণ আইডি কার্ড সাথে সাথে পেলেও এটি পেতে কিছু সময় লেগে যায়। স্মার্ট কার্ড পেতে প্রায় ২ বছরের মতোন সময় লাগে।

কিভাবে সহজে স্মার্ট কার্ড স্ট্যাটাস চেক করা যায়?

অনলাইন থেকে এনআইডি কার্ড নাম্বার ও জন্ম তারিখ দিয়ে সহজেই স্মার্ট স্ট্যাটাস চেক করা যায়।

স্মার্ট কার্ডের সুবিধা কি?

বর্তমানে স্মার্ট কার্ডের বাড়তি কোন সুবিধা নেই। তবে স্মার্ট আইডি কার্ড একটি মাইক্রো চিপ লাগানো থাকে। সেই চিপে গ্রাহকের তথ্যসমূহ ইনপুট করে দেওয়া থাকে।

উপসংহার

স্মার্ট এনআইডি কার্ড (Smart NID Card) পাওয়ার নির্দিষ্ট একটি প্রক্রিয়া রয়েছে এবং এটি একটি সময় সাপেক্ষ বিষয়। নতুন ও পুরাতন সকল ভোটারই একটি নির্দিষ্ট সময় পর স্মার্ট আইডি কার্ড হাতে পাবেন। তবে আপনার বর্তমান সাধারণ আইডি কার্ডটি কি অবস্থায় রয়েছে এটি স্মার্ট হতে কত দিন লাগবে তা জানতে Smart NID Status Check বা Smart Card Status (স্মার্ট কার্ড স্ট্যাটাস) দেখে নিতে পারেন।

স্ট্যাটাস চেক করার মাধ্যমে কোথা থেকে ও কিভাবে স্মার্ট কার্ডটি সংগ্রহ করতে হবে সেই সম্পর্কে তথ্য জানতে পারবেন।

ধন্যবাদ আপনাকে আমাদের সাথে থেকে আর্টিকেলোটি পড়ার জন্য। ভোটার আইডি কার্ড/ জাতীয় পরিচয় পত্র/ এনআইডি কার্ড সম্পর্কিত নির্ভুল সকল তথ্য পেতে যুক্ত থাকুন আমাদের সাথে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Hey Dear!! Thank you for visit on VoterTottho. Please Disable your AD Blocker to continue browsing.