ভোটার আইডি কার্ড অনলাইন কপি | NID Online Copy
ভোটার আইডি কার্ড অনলাইন কপি (NID Online Copy) নিয়ে লেখা আর্টিকেলে আপনাকে স্বাগতম। আপনি যদি ভোটার আইডি কার্ড অনলাইন কপি ডাউনলোড করতে চান কিংবা এ সম্পর্কিত তথ্য জানতে চান তবে আমাদের এই আর্টিকেলটি আপনাকে এ সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য দিয়ে সহায়তা করতে পারবে।
ভোটার আইডি কার্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ডকুমেন্ট। এটি পরিচয় বহন করে যে আমরা বাংলাদেশের নাগরিক। বিভিন্ন সুযোগ সুবিধা পেতে ভোটার আইডি কার্ডের প্রয়োজন পড়ে। ভোটার আইডি কার্ড ছাড়া গুরুত্বপূর্ণ অনেক সুবিধা ভোগ করা সম্ভব নয়। যা দেশের একজন নাগরিকের প্রয়োজন।
এছাড়া নিজের পরিচয় যাচাই (Identity Verification) করার জন্যও ভোটার আইডি কার্ডের প্রয়োজন। বর্তমানে সময়ে ভোটার তথ্যসমূহকে ডিজিটাল করণ করায় অনলাইনের মাধ্যমে ভোটার আইডি কার্ড আবেদন, সংশোধন, যাচাই ইত্যাদি সকল প্রক্রিয়া সম্পন্ন হয়ে থাকে।
তাই বর্তমানে ভোটার আইডি কার্ড অনলাইন কপি ডাউনলোড, যাচাই ইত্যাদি সকল কিছু ইন্টারনেটের সাহায্যে ঘরে বসে অনলাইন করা যায়। তাহলে চলুন এখন এ বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক।
Table of Contents
ভোটার আইডি কার্ড অনলাইন কপি | NID Online Copy
ভোটার আইডি কার্ড বিভিন্ন নামে পরিচিত। এগুলো হলোঃ জাতীয় পরিচয় পত্র, আইডি কার্ড, NID Card। ভোটার আইডি কার্ড অনলাইন কপি (NID Online Copy) বলতে অনলাইনের মাধ্যে ভোটার আইডি কার্ডের যে কপিটি পাওয়া যায় সেটিকে বোঝানো হয়েছে।
Bangladesh NID Application System ওয়েবসাইটে নিজের ভোটার অ্যাকাউন্ট দিয়ে লগিন করে সহজেই এর অনলাইন কপি, তথ্য সংশোধন, যাচাই ইত্যাদি সুবিধা পাওয়া যায়। ভোটার আইডি কার্ড অনলাইন কপি ডাউনলোড (NID Card Online Copy Download) বা সংগ্রহ নিজে থেকেই খুব সহজেই করা যায়।
ভোটার আইডি অনলাইন কপি বিশেষ করে নতুন ভোটারদের জন্য অত্যন্ত উপকারী। কেননা, নতুন ভোটার আইডি কার্ডের জন্য আবেদন করার পর সেই ভোটার কার্ডের হার্ড কপি হাতে পেতে দীর্ঘ একটি সময় লেগে যায়। এ থেকে পরিত্রানের জন্য অনলাইন কপি ডাউনলোড করে সেটিকে প্রিন্ট ও লেমেটিং করে নিয়ে প্রয়োজনীয় সকল ক্ষেত্রে ব্যবহার করা সম্ভব।
ভোটার আইডি কার্ড অনলাইন কপি ডাউনলোড | NID Online Copy Download
ভোটার আইডি কার্ড অনলাইন কপি ডাউনলোড (NID Online Copy Download) করার জন্য প্রথমে Bangladesh NID Application System ওয়েবসাইট – https://services.nidw.gov.bd/nid-pub/ এ ভিজিট করুন। ওয়েবসাইটে ভিজিট করার পর ভোটার আইডি কার্ডের নাম্বার ও পাসওয়ার্ড দিয়ে লগিন করে নিন। যদি অ্যাকাউন্ট না থাকে তবে নতুন একটি অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে। লগিন করার পর আপনাকে ড্যাশবোর্ডে নিয়ে যাওয়া হবে। এরপর ডাউনলোড অপশনে ক্লিক করে ভোটার আইডি কার্ড অনলাইন কপি ডাউনলোড করে নিন।
এবার চলুন এটি ডাউনলোড করা নিয়ে বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক। নিম্নে ধাপে ধাপে বিস্তারিতভাবে এটি আলোচনা করা হলো। ধাপগুলো অনুসরণ করে আপনি সহজেই ভোটার আইডি কার্ড অনলাইন কপি ডাউনলোড করে নিতে পারবেন।
ধাপ ১ঃ NID Application System ওয়েবসাইটে ভিজিট করুন
ভোটার আইডি কার্ড অনলাইন কপি ডাউনলোড (NID Online Copy Download) করার জন্য প্রথমেই আমাদেরকে Bangladesh NID Application System ওয়েবসাইটে ভিজিট করতে হবে। ওয়েবসাইটটির লিংক – https://services.nidw.gov.bd/nid-pub/।
ধাপ ২ঃ অ্যাকাউন্টে লগিন অথবা রেজিস্ট্রেশন করুন
ওয়েবসাইটিতে ভিজিট করার পর আমাদের প্রথম কাজ হলো ভোটার আইডি কার্ডের নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগিন করা। যদি অ্যাকাউন্ট না থাকে সেক্ষেত্রে নতুন একটি অ্যাকাউন্ট তৈরি বা অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করে নিতে হবে।
লগিন করার জন্য একটি লগিন ফর্ম পাবেন এবং রেজিস্ট্রেশন করার জন্য রেজিস্ট্রার করুন এ ক্লিক করে প্রয়োজনীয় তথ্যসমূহ দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। কিভাবে রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি সম্পন্ন করবেন এ বিষয়ে বিস্তারিত জানার জানার এই আর্টিকেলটি দেখে নিন – https://www.votertottho.com/nid-card-download/।
ধাপ ৩ঃ ডাউনলোড অপশনে ক্লিক করুন
অ্যাকাউন্টে লগিন করার পর আপনাকে সরাসরি ড্যাশবোর্ড নিয়ে যাওয়া হবে। ড্যাশবোর্ডে যাওয়া পর আপনি সেখানে ডাউনলোড নামের একটি অপশন পাবেন। ডাউনলোড অপশনটিতে ক্লিক করার পর ভোটার আইডি কার্ড অনলাইন কপি (NID Online Copy Download) হওয়া শুরু হবে।
ফলাফলঃ ভোটার আইডি কার্ড অনলাইন কপি
ফাইলটি একটি পিডিএফ (.pdf) আকারে ডাউনলোড হবে। ডাউনলোড করা ফাইলটি খুব সহজে স্মার্টফোনে কিংবা কম্পিউটারে ওপেন করতে পারবেন। আর এটিই হলো ভোটার আইডি কার্ডের অনলাইন কপি। আপনি চাইলে এখন এটিকে প্রিন্ট করে লেমেটিং করে ভোটার আইডি কার্ড হিসাবে ব্যবহার করতে পারবেন। প্রিন্ট না করেও তাৎক্ষণিক প্রয়োজনেও এই ভোটার আইডি কার্ডের অনলাইন কপি ব্যবহার করতে পারবেন।
ভোটার আইডি কার্ড অনলাইন কপি সম্পর্কিত
যাচাই | ভোটার তথ্য যাচাই |
অনুসন্ধান | ভোটার তথ্য অনুসন্ধান |
ডাউনলোড | ভোটার আইডি কার্ড ডাউনলোড |
সংশোধন | ভোটার আইডি কার্ড সংশোধন |
চেক | ভোটার আইডি কার্ড চেক |
উপসংহার
ভোটার আইডি কার্ড অনলাইন কপি (NID Online Copy) নিয়ে ছিল আমাদের আর্টিকেল। আর্টিকেলটিতে এ সম্পর্কিত বিস্তারিত সকল কিছু আলোচনা করা হয়েছে। এ সংক্রান্ত সকল তথ্য আর্টিকেলটি থেকে সহজেই জেনে নিতে পারবেন। এছাড়াও কিভাবে এটি ডাউনলোড করবেন সেটিও জেনে নিতে পারবেন।
আর্টিকেলটি নিয়ে আপনার কোন প্রশ্ন বা জিজ্ঞাসা থাকলে কমেন্ট করুন। পরিশেষে আপনাকে ধন্যবাদ আমাদের সাথে থেকে আর্টিকেলটি পড়ার জন্য। নিয়মিত ভিজিট করুন আমাদের ওয়েবসাইটে ভোটার তথ্য সম্পর্কিত সকল তথ্য পাওয়ার জন্য।
Those who are not yet voters can apply for new voter registration online BD?
NIDFN115477875
Mr: Fatema Khatun
Id no:1960