
ভোটার আইডি কার্ড সংশোধন | NID Correction [অনলাইনে]
ভোটার আইডি কার্ডে কোন তথ্য ভুল থাকলে ভোটার আইডি কার্ড সংশোধন করার প্রয়োজন পরে। ভোটার আইডি কার্ড সংশোধন (NID Correction) করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভুল তথ্য থাকার কারণে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়। আপনার ভোটার আইডি কার্ডে যদি ভুল তথ্য থেকে থাকে আর আপনি যদি সংশোধন করতে চান তাহলে আমাদের এই আর্টিকেলটি আপনার জন্য। আর্টিকেলটিতে এ বিষয়ে বিস্তারিত সকল তথ্য ও সংশোধন করার নিয়ম জেনে নিতে পারবেন।
ভোটার আইডি কার্ডে তথ্য ভুল বিভিন্ন কারণে আসতে পারে। আর এই তথ্য ভুল থাকার কারণে আমাদের বিভিন্ন ঝামেলার সম্মুখীন হতে পারে। কেননা ভোটার আইডি কার্ডের তথ্য গুলো অনেক সংবেদনশীল (Sensitive) হয়ে থাকে। এক ডকুমেন্টের সাথে অন্য এক ডকুমেন্টের তথ্য অমিল থাকলে ঝামেলা পোহাতে হয়। আর এই ঝামেলা থেকে উত্তরণ পাওয়ার একমাত্র উপায় ভোটার আইডি কার্ড সংশোধন (NID Correction) করা।
আরো পড়ুনঃ
- ভোটার আইডি কার্ড ডাউনলোড [হারানো, পুরাতন, নতুন সকল]
- ভোটার আইডি কার্ড চেক | ভোটার আইডি কার্ড চেকিং | NID Card Check
- এন আইডি কার্ড ডাউনলোড | NID Card Download
বর্তমান সময়ে ভোটার আইডি কার্ড সংশোধন প্রক্রিয়াটি অনলাইনকরণ করা হয়েছে। তাই সঠিক ডকুমেন্ট থাকলে ভোটার আইডি কার্ডের ভুল তথ্য সহজেই সংশোধন করে নেওয়া যায়।
বিভিন্ন তথ্য ভোটার আইডি কার্ডে ভুল থাকতে পারে। যেমনঃ নিজের নাম, পিতা বা মাতার নাম, ঠিকানা, রক্তের গ্রুপ ইত্যাদি। নির্দিষ্ট প্রক্রিয়া অবলম্বন করে ভোটার আইডি কার্ডে ভুল থাকা তথ্য আপনি সহজে সংশোধন করে নিতে পারবেন। তাহলে চলুন আর বিলম্ব না করে এ বিষয়ে বিস্তারিত আলোচনা করা যাক।
Table of Contents
ভোটার আইডি কার্ড সংশোধন করার প্রয়োজনীয়তা
ভোটার আইডি কার্ড সংশোধন (NID Correction) করার প্রধান প্রয়োজনীতা হলো তথ্য সংশোধন করা। অনেকের ভোটার আইডি কার্ডে নিজের নাম, পিতা-মাতার নাম, ঠিকানা ইত্যাদি তথ্য ভুল থাকে। এ তথ্যগুলো ভুল থাকার জন্য বিভিন্ন ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হতে হয়। বিশেষ করে তথ্য গুলো ভুল থাকলে সার্টিফিকেটের সাথে বা জন্ম নিবন্ধনের সাথে বানানের মিল থাকে না। তাই এ থেকে পরিত্রানের একমাত্র উপায় হলো আইডি কার্ডের তথ্য সংশোধন করে নেওয়া।
ভোটার আইডি কার্ড সংশোধন করতে কি কি লাগে
আপনি কি ধরনের তথ্য সংশোধন করবেন তার উপর নির্ভর করবে কি কি লাগবে এটি করতে। কোন ধরনের তথ্য সংশোধন করতে কি কি লাগবে তা নিম্নে তালিকা আকারে দেওয়া হলো।
সেবার নাম | প্রয়োজনীয় কাগজপত্র |
---|---|
ভোটার আইডি কার্ডে নিজের নাম/ পিতার নাম/ মাতার নাম/ স্ত্রীর নামের বানান সংশোধন | (১) ডিজিটাল/ অনলাইন জন্ম নিবন্ধন সনদ (২) যেকোন বোর্ড পরীক্ষার (জেএসসি/ এসএসসি/ এইচএসসি) সনদ (প্রযোজ্য ক্ষেত্রে) (৩) পাসপোর্ট/ ড্রাইভিং লাইসেন্স/ নিকাহ্ নামা/ এমপিওসিট/সার্ভিস বহি (প্রযোজ্য ক্ষেত্রে) (৪) চাকুরীজীবিদের ক্ষেত্রে অফিস প্রধানের প্রত্যয়ন |
ভোটার আইডি কার্ডে নিজের নাম/ পিতার নাম/ মাতার নাম/ স্ত্রীর নামের বানান পরিবর্তন | (১) ডিজিটাল/ অনলাইন জন্ম নিবন্ধন সনদ (২) যেকোন বোর্ড পরীক্ষার (জেএসসি/ এসএসসি/ এইচএসসি) সনদ (প্রযোজ্য ক্ষেত্রে) (৩) জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কর্তৃক এফিডেফিট (৪) পাসপোর্ট/ ড্রাইভিং লাইসেন্স/ নিকাহ্ নামা/ এমপিওসিট/সার্ভিস বহি (প্রযোজ্য ক্ষেত্রে) (৫) পিতা/মাতার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি (৬) পিতার সকল সন্তানদের জন্মের ক্রম অনুযায়ী নাম ও ভোটার আইডি কার্ডের নম্বর উল্লেখ পূর্বক ওয়ারিশন সনদ/প্রত্যয়নপত্র (৭) ভোটার আইডি কার্ডে নিজ নাম/পিতা/মাতা/স্ত্রীর নাম পরিবর্তনের কারণ সর্ম্পকে আবেদনকারীর লিখিত বক্তব্য (৮) চাকুরীজীবিদের ক্ষেত্রে অফিস প্রধানের প্রত্যয়ন (৯) উপজেলা নির্বাচন অফিসার কর্তৃক চাহিত অন্যান্য দলিলপত্র |
ভোটার আইডি কার্ডের জন্ম তারিখ সংশোধন | (১) ডিজিটাল/ অনলাইন জন্ম নিবন্ধন সনদ (২) যেকোন বোর্ড পরীক্ষার (জেএসসি/ এসএসসি/ এইচএসসি) সনদ (প্রযোজ্য ক্ষেত্রে) (৩) জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কর্তৃক এফিডেফিট (৪) পাসপোর্ট/ ড্রাইভিং লাইসেন্স/ নিকাহ্ নামা/ এমপিওসিট/সার্ভিস বহি (প্রযোজ্য ক্ষেত্রে) (৫) পিতা/মাতার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি (৬) পিতার সকল সন্তানদের জন্মের ক্রম অনুযায়ী নাম ও ভোটার আইডি কার্ডের নম্বর উল্লেখ পূর্বক ওয়ারিশন সনদ/প্রত্যয়নপত্র (৭) ভোটার আইডি জন্ম তারিখ পরিবর্তনের কারণ সর্ম্পকে আবেদনকারীর লিখিত বক্তব্য (৮) চাকুরীজীবিদের ক্ষেত্রে অফিস প্রধানের প্রত্যয়ন (৯) উপজেলা নির্বাচন অফিসার কর্তৃক চাহিত অন্যান্য দলিলপত্র |
ভোটার আইডি কার্ডে স্বামী/ স্ত্রীর নাম সংযুক্ত করা বা বাদ দেওয়া | (১) নিকাহনামা/ তালাকনামা/ মৃত্যু সনদ (প্রযোজ্য ক্ষেত্রে) (২) স্বামী/ স্ত্রীর ভোটার আইডি কার্ডের ফটোকপি (প্রযোজ্য ক্ষেত্রে) |
ভোটার আইডি কার্ডে রক্তের গ্রুপ সংযোজন/ সংশোধন | (১) প্যাথলজিক্যাল রিপোর্ট/ চিকিৎসকের সনদপত্র |
ভোটার আইডি কার্ডে ঠিকানা (গ্রাম/ রাস্তা/ ডাকঘর) সংশোধন | (১) জন্ম নিবন্ধন সনদ (২) নাগরিকত্ব সনদ |
ভোটার আইডি কার্ডের ছবি/ স্বাক্ষর পরিবর্তন | (১) ছবি অথবা স্বাক্ষর পরিবর্তনের স্বপক্ষে প্রয়োজনীয় কাগজপত্রসহ স্বশরীরে উপস্থিতি |
অন্যান্য তথ্য (যেমনঃ পাসপোর্ট নাম্বার/ ড্রাইভিং লাইসেন্স নাম্বার) | (১) পরিবর্তনের স্বপক্ষে প্রয়োজনীয় কাগজপত্র |
ভোটার আইডি কার্ড সংশোধন ফি ও পরিশোধ পদ্ধতি
আপনি ভোটার আইডি কার্ডের কি ধরনের তথ্য পরিবর্তন করবেন তার উপর নির্ভর ভোটার আইডি কার্ড সংশোধন (NID Correction) ও তা পরিশোধ করার পদ্ধতি নির্ভর করবে। তথ্য সংশোধন করার জন্য আবেদন করার পর ফি পরিশোধ করতে হবে। তবে তার আগে জেন নিতে পারেন তথ্য পরিবর্তনের ফি কত ও কিভাবে এই তথ্য পরিশোধ করবেন। নিম্নের তালিকায় তথ্যগুলো দিয়ে দেওয়া হলো।
সেবার নাম | সেবামূল্য | পরিশোধের পদ্ধতি |
---|---|---|
(১) ভোটার আইডি কার্ডে নিজের নাম/ পিতার নাম/ মাতার নাম/ স্ত্রীর নামের বানান সংশোধন (২) ভোটার আইডি কার্ডে নিজের নাম/ পিতার নাম/ মাতার নাম/ স্ত্রীর নামের বানান পরিবর্তন (৩) ভোটার আইডি কার্ডের জন্ম তারিখ সংশোধন (৪) ভোটার আইডি কার্ডে স্বামী/ স্ত্রীর নাম সংযুক্ত করা বা বাদ দেওয়া (৫) ভোটার আইডি কার্ডে ঠিকানা (গ্রাম/ রাস্তা/ ডাকঘর) সংশোধন (৬) ভোটার আইডি কার্ডের ছবি/ স্বাক্ষর পরিবর্তন | ১ম বারঃ ফি ২০০ টাকা, ভ্যাট ৩০ টাকা ২য় বারঃ ফি ৩০০ টাকা, ভ্যাট ৪৫ টাকা পরবর্তীতেঃ ফি ৫০০ টাকা, ভ্যাট ৭৫ টাকা | ট্রেজারী চালান/ অনলাইন পদ্ধতি ফি কোডঃ ১ ০৬০১ ০০০১ ১৮৪৭ ভ্যাট কোডঃ ১ ১১৩৩ ০০৪৫ ০৩১১ |
(১) অন্যান্য তথ্য (যেমনঃ পাসপোর্ট নাম্বার/ ড্রাইভিং লাইসেন্স নাম্বার) | ১ম বারঃ ফি ১০০ টাকা, ভ্যাট ১৫ টাকা | ট্রেজারী চালান/ অনলাইন পদ্ধতি ফি কোডঃ ১ ০৬০১ ০০০১ ১৮৪৭ ভ্যাট কোডঃ ১ ১১৩৩ ০০৪৫ ০৩১১ |
আরো পড়ুনঃ
- বাংলাদেশ নির্বাচন কমিশন ভোটার আইডি কার্ড
- ভোটার তথ্য যাচাই | Voter Tottho Check
- নতুন ভোটার আবেদন | নতুন ভোটার? বিস্তারিত জেনে নিন
ভোটার আইডি কার্ড সংশোধন | NID Correction
ভোটার আইডি কার্ড সংশোধন করার জন্য আপনাকে প্রথম Bangladesh NID Application System ওয়েবসাইটে ভিজিট করে আপনার অ্যাকাউন্টে লগিন করতে হবে। অ্যাকাউন্ট না থাকলে ভোটার আইডি কার্ডের নাম্বার দিয়ে অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে। লগিন করার পর আপনাকে ড্যাশবোর্ডে প্রবেশ করা হবে এরপর সেখান থেকে প্রোফাইল অপশনে ক্লিক করতে হবে। এরপর এডিট অপশনে ক্লিক করে বহাল বাটনে ক্লিক করতে হবে। তারপর যে তথ্য আপনি এডিট করতে চান তা ঠিক চিহ্নের মাধ্যেমে নির্বাচন করতে হবে। এরপর তথ্য পরিবর্তন, পেমেন্ট পরিশোধ ও বাকী সকল ধাপ সম্পন্ন করতে হবে। সকল ধাপ সম্পন্ন করা শেষে আবেদন ফরম ডাউনলোড করে সংরক্ষণ করে রাখুন। আবেদন আবেদন গ্রহনযোগ্য হলে আপনার ভোটার আইডি কার্ড সংশোধন করে দেওয়া হবে।
সংক্ষেপে তো ভোটার আইডি কার্ড সংশোধন করার পদ্ধতি জেনে নিলেন এবার চলুন এ বিষয়ে বিস্তারিত ধাপে ধাপে ছবিসহ জেনে নেওয়া যাক।
ধাপ ১ঃ Bangladesh NID Application ওয়েবসাইটে ভিজিট ও লগিন করুন

ভোটার আইডি কার্ড সংশোধন করার সম্পূর্ণ প্রক্রিয়াটি অনলাইনকরণ করা হয়েছে। তাই ভোটার আইডি কার্ড সংশোধন করার জন্য আমাদেরকে প্রথমে Bangladesh NID Application System ওয়েবসাইটে ভিজিট করতে হবে। ওয়েবসাইটের লিংক – https://services.nidw.gov.bd/nid-pub/। ওয়েবসাইটে ভিজিট করার পর অ্যাকাউন্টে লগিন করে নিতে হবে। যদি অ্যাকাউন্ট না থাকে তবে ভোটার আইডি কার্ড দিয়ে আপনাকে নতুন একটি অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে।
ধাপ ২ঃ ড্যাশবোর্ড থেকে প্রোফাইলে প্রবেশ করুন

অ্যাকাউন্টে লগিন করার পর আপনাকে ড্যাশবোর্ডে প্রবেশ করানো হবে। ড্যাশবোর্ডে আপনি প্রোফাইল নামের একটি অপশন দেখতে পারবেন। এবার এখানে ক্লিক করে আপনার প্রোফাইলে ক্লিক করে প্রোফাইলে চলে যান।
ধাপ ৩ঃ এডিট অপশনে ক্লিক করুন

এবার এডিট অপশনে ক্লিক করুন। ক্লিক করার পর বহাল বাটনে ক্লিক করবেন। তারপর পরের পেজে চলে যান।
ধাপ ৪ঃ ভোটার আইডি কার্ড সংশোধন করুন
আপনি যে তথ্যগুলো সংশোধন করতে চান সেই তথ্যগুলোতে টিক দিন। টিক দেওয়ার পর সেই তথ্য ইডিট করতে পারবেন। তথ্য এডিট করে পরবর্তী ধাপে চলে যান। সেখান পরিবর্তিত তথ্য পুনরায় চেক করুন। এভাবে পেমেন্ট, কাজগপত্র ইত্যাদি সকল তথ্য জমা দিয়ে নিশ্চিত করে দিন।
সবশেষে আবেদন ফরম ডাউনলোড করে আপনার কাছে রেখে দিন। আপনার তথ্যসমূহ যাচাই বাচাই শেষে ভোটার আইডি কার্ড সংশোধন করে দেওয়া হবে।
অনলাইনে ভোটার আইডি কার্ড সংশোধন
ভোটার আইডি কার্ড সংশোধন প্রক্রিয়াটি অনলাইনকরন করা হয়েছে। বাংলাদেশ নির্বাচন কমিশন ওয়েবসাইটে ভিজিট করে অনলাইনের মাধ্যমে আইডি কার্ড সংশোধন (NID Correction) করে নিতে হবে। কিভাবে করবেন তা আমাদের এই আর্টিকেলে ইতিমধ্যে ধাপে ধাপে আলোচনা করা হয়েছে। সেই ধাপগুলো অনুসরণ করে অনলাইনে ভোটার আইডি কার্ড সংশোধন করে নিন।
উপসংহার
ভোটার আইডি কার্ড সংশোধন নিয়ে আর্টিকেলটিতে বিস্তারিত আলোচনা করা হয়েছে। আর্টিকেলে থাকা তথ্যগুলো থেকে আপনি এ সংক্রান্ত সকল তথ্য জেনে নিতে পারবেন। এছাড়া কিভাবে ভোটার আইডি কার্ড সংশোধন করবেন সেটিও আর্টিকেলটি থেকে জেনে নিতে পারবেন।
আর্টিকেলটি আপনার কেমন লেগেছে সেই সম্পর্কে মতামত জানতে কিংবা এই সংক্রান্ত আপনার কোন জিজ্ঞাসা থাকলে কমেন্ট করতে পারেন। পরিশেষে আপনাকে ধন্যবাদ আমাদের সাথে থেকে আর্টিকেলটি পড়ার জন্য। নিয়মিত ভিজিট করুন আমাদের ওয়েবসাইটে ভোটার তথ্য (Voter Tottho) সংক্রান্ত আরো অনেক আর্টিকেল পেতে।
Dear Sir,
I want to correct the spelling of my NID card name. Please help me to correction the spilling of name.
Thank you and have a nice day.
Regards/
Palash Biswas
You want to correction your nid i can help you. contact plz 01863807271
I need your help for nid correction
Md. Billal Hossain Mondal
Cell: +88 01710 99 19 87