ভোটার আইডি কার্ড চেক | ভোটার আইডি কার্ড চেকিং | NID Card Check
ভোটার আইডি কার্ড চেক করা বর্তমান সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভোটার আইডি কার্ড চেকিং বা চেক করার মাধ্যমেই জানা যায় ভোটার আইডি কার্ডটি আসল নাকি নকল। বর্তমানে প্রযুক্তির সহায়তা নিয়ে খুব সহজেই অবিকল আসল ভোটার আইডি কার্ডের মতোন নকল ভোটার আইডি কার্ড তৈরি করা যায়। এটিকে যাচাই করার একমাত্র উপায় হলো NID Card Check বা ভোটার আইডি কার্ড চেক।
আমাদের এই আর্টিকেলটি থেকে ভোটার আইডি কার্ড চেক করা সংক্রান্ত বিস্তারিত সকল তথ্য জানতে পারবেন। কোন উপায় অবলম্বন করে এটিকে চেক করবেন। চেক করারই বা প্রয়োজন কেন ইত্যাদি। আমাদের ওয়েবসাইট ভোটার তথ্য (Voter Tottho) এ সংক্রান্ত নিয়মিত আর্টিকেল প্রকাশ করে থাকে। তাই আমাদের এই আর্টিকেলটি থেকে আপনি একদম সঠিক তথ্য পেয়ে যাবে এ বিষয়ে নিশ্চিন্ত থাকতে পারেন।
আরো পড়ুনঃ
তাহলে চলুন জেনে নেওয়া যাক আপনি কিভাবে ভোটার আইডি কার্ড চেক (Voter ID Card/ NID Card Check) করবেন। এ নিয়ে বিস্তারিত জানার আগে এটি চেক করতে কি কি প্রয়োজন চলুন তা জেনে নেই।
Table of Contents
ভোটার আইডি কার্ড চেক করার প্রয়োজনীয়তা
এটি চেক করার প্রধান প্রয়োজনীয়তা হলো এটি আসল কি না তা যাচাই করা। প্রযুক্তির উন্নায়নের ফলে অবিকল আসল ভোটার আইডি কার্ডের মতোন নকল ভোটার আইডি কার্ড তৈরি করা সম্ভব। নকল ভোটার আইডি কার্ড তৈরি করা গেলেও নকল ভোটার আইডি কার্ডের তথ্য অনলাইন ডেটাবেজে রাখা সম্ভব নয়। তাই একমাত্র অনলাইন চেকিং করার মাধ্যমেই এটি আসল কিনা তা জানা সম্ভব।
এছাড়া আরো অনেক বিভিন্ন প্রয়োজনীয়তা থাকতে পারে এটিকে চেক করা নিয়ে। আর্টিকেলে যে প্রক্রিয়ায় মাধ্যমে আমি আপনাদেরকে চেক করে দেখাবো এই প্রক্রিয়ায় চেক করলে আপনি ছবি, পিতার নাম ও মাতার নামসহ দেখতে পারবেন।
ভোটার আইডি কার্ড চেক করতে কি কি প্রয়োজন
ভোটার আইডি কার্ড চেকিং করার জন্য খুব বেশী তথ্যর প্রয়োজন নেই। মূল আইডি কার্ড সাথে থাকলে সেখান থাকা তথ্যসমূহের মাধ্যমে এটিকে চেক করে নিতে পারবেন। এটি চেক করতে যা যা প্রয়োজন –
- ভোটার আইডি কার্ড নাম্বারঃ ভোটার আইডি কার্ডে আপনি একটি সংখ্যা দেখতে পাবেন। এটি ১০ ডিজিটের একটি সংখ্যা। এ সংখ্যাটিকে ভোটার আইডি কার্ডের নাম্বার বলা হয়ে থাকে। আইডি কার্ড চেক করার জন্য এই নাম্বারটির প্রয়োজন পড়বে।
- জন্ম তারিখঃ ভোটার আইডি কার্ডের নাম্বারের পাশাপাশি আরেকটি যে তথ্যর প্রয়োজন হবে তা হলো জন্ম তারিখের। ভোটার আইডি কার্ডের আপনি জন্ম তারিখ লেখা পেয়ে যাবেন।
এই দুটি তথ্য থাকলে আপনি অতি সহজে ভোটার আইডি কার্ড সহজেই চেক করে নিতে পারবেন। এবার চলুন জেনে নেই কিভাবে এটিকে চেক করতে হবে।
ভোটার আইডি কার্ড চেক | NID Card Check
ভোটার আইডি কার্ড চেক করার জন্য প্রথমে আপনাকে ভোটার তথ্য যাচাই পেজে/ ওয়েবসাইটে ভিজিট করতে হবে। পেজের লিংক – https://www.votertottho.com/allframe/voter-tottho-check/। পেজটিতে ভিজিট করার পর মোবাইল নাম্বার, জাতীয় পরিচয় পত্র ও জন্ম তারিখ দিয়ে পরবর্তী পদক্ষেপ বাটনে ক্লিক করলে আপনার দেওয়া ভোটার আইডি কার্ডের চেকিং ফলাফল চলে আসবে। এভাবে সহজে এটি চেক করতে পারবেন।
এবার চলুন বিস্তারিত ভাবে ধাপে ধাপে প্রক্রিয়াটি জেনে নেই।
ধাপ ১ঃ NID Card Check ওয়েবসাইট বা পেজে ভিজিট
প্রথমেই আমাদেরকে Nid Card Check/ Jachai ওয়েবসাইট বা পেজে ভিজিট করতে হবে। আমাদের সিস্টেমে থাকা ইন-বিল্ড আইডি কার্ড চেকিং পেজের লিংক – https://www.votertottho.com/allframe/voter-tottho-check/ এবং এক্সটার্নাল ওয়েবসাইটের লিংক – https://ldtax.gov.bd/citizen/register। এই দুইটি লিংকের মধ্যে থেকে যেকোন একটিতে প্রথমে ভিজিট করুন।
ধাপ ২ঃ প্রয়োজনীয় তথ্য দিন
ওয়েবসাইট বা পেজটিতে ভিজিট করার পর আপনি উপরের স্কিনশটে মতোন একটি ফরম দেখতে পারবেন। এই ফরমে আপনাকে মোবাইল নাম্বার, যে আইডি কার্ডের তথ্য চেকিং করতে চান সেই আইডি কার্ডের নাম্বার ও জন্ম তারিখ দিতে হবে। সঠিকভাবে এই তথ্যগুলো পূরণ করে দিন।
ধাপ ৩ঃ পরবর্তী বাটনে ক্লিক করে আইডি কার্ড চেক করুন
সকল তথ্য সঠিকভাবে দেওয়ার পর তথ্যগুলো একবার পুনরায় চেক করে নিন। এরপরে পরবর্তী পদক্ষেপ বাটনে ক্লিক করে কিছুক্ষণ অপেক্ষা করুন। কিছুক্ষণ অপেক্ষা করার পর আপনার সামনে সেই আইডি কার্ডের প্রয়োজনীয় সকল তথ্য ছবিসহ চলে আসবে।
অর্থাৎ, আমাদের দেখানো এই পদ্ধতিতে আপনি ছবিসহ ভোটার আইডি কার্ড চেক করে নিতে পারবেন। এবার আসল কপির সাথে চেক করার কপির তথ্য মিলিয়ে নিন। সঠিক তথ্য দেওয়ার পরেও যদি আইডি কার্ডের তথ্য না আসে তাহলে বুঝে নিবেন এই আইডি কার্ডটি আসল নয়।
প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্নাবলী
আর্টিকেলটি সম্পর্কিত প্রায়শই জিজ্ঞাসিত কিছু প্রশ্ন ও প্রশ্নের উত্তর চলুন জেনে নেই।
পুরাতন ভোটার আইডি কার্ড চেক করব কিভাবে?
আমাদের এই আর্টিকেলে দেখানো পদ্ধতি অনুসরণ করে আপনি নতুন, পুরাতন যেকোন ভোটার আইডি কার্ড চেক করতে পারবেন।
ভোটার আইডি কার্ড চেক করার ওয়েবসাইট কোনটি?
ভোটার আইডি কার্ড চেক বা যাচাই করার ওয়েবসাইট হলো – https://www.votertottho.com/allframe/voter-tottho-check/। এটি আমাদের নিজস্ব সার্ভারে হোস্ট করা।
NID Card Check করতে কি কি প্রয়োজন?
শুধুমাত্র আইডি কার্ড নাম্বার ও জন্ম তারিখ প্রয়োজন এটিকে চেক করতে।
উপসংহার
ধন্যবাদ আপনাকে আমাদের ওয়েবসাইটে ভিজিট করে আমাদের সাথে থেকে আর্টিকেলটি পড়ার জন্য। ভোটার আইডি কার্ড চেক (NID Card Check) নিয়ে লেখা আর্টিকেলটি আপনার কাছে কেমন লেগছে সেই সম্পর্কে আপনার মতামত এবং আর্টিকেলটি নিয়ে আপনার কোন জিজ্ঞাসা থাকলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন।
Nid chaik
ভোটার ফরম নাম্বর NIDNF110537366অনলাইনে আসে না।জন্মনিবন্ধ নম্বার 20017713495002308.জন্মতারিখ.01.07.2001.তাহলে আমি এখন কি করতে পারি।
বর্তমানে ভোটার নাম্বার দিয়ে NID কার্ডের স্ট্যাটাস চেক করা সুযোগ নেই। আগে ছিল। নতুন করে ভোটার আইডি কার্ডের জন্য আবেদন করে থাকলে আপনি কিছুদিন অপেক্ষা করুন। আপনার মোবাইলে এসএমএসের মাধ্যেমে ভোটার আইডি নাম্বার পাঠিয়ে দেওয়া হবে। সেই ভোটার আইডি নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করলে আপনি ভোটার আইডি কার্ড দেখতে পারবেন। কিভাবে রেজিস্ট্রেশন করে ভোটার আইডি কার্ড ডাউনলোড করবেন তা জানার জন্য আমদের প্রকাশিত এই আর্টিকেলটি দেখতে পারেন – https://www.votertottho.com/voter-id-card-download/
NIDFN115571805
Nid from 147531504
ভাই আমার আইটি কাট কপি চাই
পুরানো ভোটার আইডি কার্ড চেক
cant check more then one time .
NID
Nid card number
Id card online copy
আমি ভোটার আইডি কার্ড চেক করতে চাই। কিন্তু আমি আপনাদের লিংক অনুযায়ী ঢুকলে ওয়েব পেজ শুধু মোবাইল নাম্বার চায় আর কিছু না।আর আমি আপনাদের দেওয়া ওয়েবসাইট পেজ দেখলাম এখানে মোবাইল নাম্বার, NID নাম্বার, ও জন্ম তারিখ চায়। এখন আমি NID চেক করতে আমি কি করতে পারি।